জীবননগর বেনীপুর সীমান্ত দিয়ে ৩ জন বাংলাদেশীকে ফেরত দিলো বিএসএফ

স্টাফ রিপোর্টার

জীবননগর বেনীপুর সীমান্ত দিয়ে ৩ জন বাংলাদেশী নাগরিককে ফেরত দিলো বিএসএফ। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে সীমান্তের শূন্য রেখায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ৩ জন বাংলাদেশীকে ফেরত দেয় ভারত। ফেরত দেয়া ৩ জনের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারি পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল বেলা ২টার দিকে  ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন পুটিখালী ক্যাম্প কমান্ডার বেনীপুর বিওপি কমান্ডার’কে চিঠি দেন। তারা বলেন, অবৈধভাবে ভারতে বসবাসরত ৩ জন (০২ পুরুষ এবং ০১ নারী) বাংলাদেশী নাগরিক ভারত বিএসএফ এর হাতে আটক রয়েছে। বিএসএফ বাংলাদেশীদেরকে ফেরত নেয়ার জন্য বিজিবি’কে অনুরোধ করে। পরে বিকাল সাড়ে ৫ টার দিকে ৬২/২ পিলারের নিকট কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট থেকে ৩ বাংলাদেশীকে বিজিবি গ্রহন করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *