শ্রমিক স্বার্থ রক্ষায় দৃপ্ত শপথ দর্শনায় ইউনিয়নের নতুন নেতৃত্বের অভিষেক

দর্শনা অফিস

দর্শনায় জেলা ট্রাক, ট্রাংকলরী, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দর্শনা অডিটোরিয়াম হল রুমে শপথ বাক্য পাঠ ও অভিষেক অনুষ্টিত হয়। শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শপথ বাক্য পাঠ করান চুয়াডাঙ্গা জেলা ট্র্যাক মালিক গ্রপের সাধারন সম্পাদক মামুন উর রশিদ টনিক,

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু, এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা ট্র্যাক-ট্র্যাক্টর কাভার্ডভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সাধারন সম্পাদক মামুন অর রশিদ মামুন, চুয়াডাঙ্গা আন্তঃ জেলা ট্র্যাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ শেখ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, সাবেক সভাপতি মাহাবুবুর উল ইসলাম খোকন, সাবেক সাধারন সম্পাদক মহিদুল ইসলাম, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য শরীফ উদ্দীন, এনামুল হক শাহ মুকুল,ইকবাল হোসেন, লুৎফর রহমান, মশিউর রহমান,আব্দুল মালেক মন্ডল,রেজাউল ইসলাম, শফিউল আজম তোতা, মোমিনুল ইসলাম, দর্শনা বাস ও মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক জাকির হোসেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ট্র্যাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মামুন অর রশিদ ও ট্র্যাক ড্রাইভার লিটন হোসেন মোল্লা।

অনুষ্ঠানের এক পর্যায়ে নব-নির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক আবু সাঈদের নেতৃত্বে সদ্য বিজয়ী সকলকে ফুল দিয়ে বরন করে নেয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *