মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ আদালতে তারা আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
এরা হচ্ছে- গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, যুবলীগ নেতা সাহিদুজ্জামান সিপু, বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বামন্দী ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, শ্রমিক নেতা মনিরুল ইসলাম মনি, রাইপুর ইউপি সদস্য হাড়িয়াদহ গ্রামের রাজু আহম্মেদ ও শিমুলতলা গ্রামের আওয়ামী লীগ নেতা রাশি মিয়া। জানা গেছে, গেল বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার আসামি হিসেবে তারা উচ্চাদালত থেকে আগাম জামিন গ্রহণ করেন। উচ্চাদালত থেকে দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসপর্পণ করে জামিন আবেদন করেন। বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। আদালতের আদেশে দুপুরে তাদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ।