টানা বর্ষণে উপড়ে পড়ল ৩০ বছরের পুরনো গাছ 

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর ভদ্রার মোড়ে,  টানা-বর্ষনে উপরে পরলো  ৩০ বছরে পুরনো কৃষ্ণচুড়া গাছ।  ৯/৭/২৫ তারিখ  আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে আস্তে আস্তে গাছটি উপরে পড়ে রাস্তার উপর পড়ে যায়।  অল্প কিছু সময়ের জন্য রাস্তার সমস্ত গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সিটি কর্পোরেশন ফায়ার সার্ভিস দ্রুত এসে গাছটি রাস্তাথেকে কেটে সরিয়ে দেয়।  চলাচলের উপযোগী করে দেনরাস্তা।  গাছটি যখন পড়ে যায় কেবল টিভি ইন্টারনেট সংযোগ টেলিফোনের তার বেশ কিছু ক্ষতি হয়। সেই তার গুলো ছিরে যায়।  ইতিমধ্যে কেবল টিভির,  ইন্টারনেট টেকনিশিয়ানরা,  তার ঠিক করছে।  

তবে কোন যানবাহনের উপর পড়েনি বিধায় তেমন কোনো ক্ষতি হয় নাই । গাছটি লাগিয়েছিলেন সেলিম নামে এক সাইকেলের মেকার। সেলিম বলেন,  ৩০ বছর আগে এই গাছটি আমি লাগিয়েছিলাম । আজ বড় হয়েছে।  সেই কৃষ্ণচুড়া গাছের ডালে অনেক পাখ এসে বসে।   অনেকেই বিশ্রাম নিতেন,   কৃষ্ণচূড়ার গাছের নিচে।  প্রচন্ড তাপদাহে লাল কৃষ্ণচূড়ার ডালে ডালে ফুল ফোটে। অসাধারণ এক দৃশ্য,  দেখে মন ভরে যায়। মূলত টানা বর্ষণে মাটি নরম হওয়াতে,  গাছটির ডালপালা অনেক বড় বড় গাছ হয়ে,  মাটি গাছের ওজন ধরে রাখতে পারেনি।  তাই আস্তে আস্তে গাছটি হঠাৎ করে পড়ে যায় রাস্তায়। তবে কোন অঘটন ঘটে নি, বিপত্তি যদিও কোন হাতে পারতো,  হয় নি।  কোন ধরনের কোন ক্ষতি হয় নাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *