গাংনীতে তুলা চাষে প্রণোদনা কর্মসূচির উপকরণ বিতরণ

মেহেরপুর অফিস

২০২৫-২৬ মৌসুমে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরের গাংনীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার গাংনী সিদ্দিকিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন। প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন ড. মোহাম্মদ তাসদিকুর রহমান।

এ সময় প্রনোদনার আওতায় উপজেলার বিভিন্ন এলাকার তুলা চাষিরা অনুষ্ঠানে অংশ নেন এবং প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ৬শত তুলা চাষীদের প্রত্যেককে ৬শ গ্রাম তুলা বীজ, বোরণ সার ২ কেজি, ২৫ কেজি ইউরিয়া, ৫০ কেজি এমওপি, ৫০ কেজি টিএসপিসহ বিভিন্ন প্রকার কীটনাশক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা তুলা উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের এ ধরনের সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *