স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগ ও তার দোসরদের গ্রেফতারের দাবিতে দর্শনায় বিএনপি ও এর অংগসংগঠনের নেতা কর্মিরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে দর্শনা পুরাতন বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর ঘুরে দর্শনা থানার সামনে এসে শেষ হয়। মিছিল থেকে আওয়ামীলীগ ও তাদের দোসরদের অতিসত্ত্বর গ্রেফতারের দাবি জানান। এ দিকে দর্শনা পৌর বিএনপি নেতা নাহারুর ইসলাম মাস্টার বলেন, দেশের বর্তমান সরকার প্রধান ডঃ ইউনুস সাহেবের সরকারকে আওয়ামীলীগ ও তার দোসররা বেকায়দায় ফেলার পরিকল্পনা করছে, যার কারনে আমরা জাতীয়তাবাদি দলের নেতা কর্মিরা শহরে মিছিল বের করেছি।
মিছিল শেষে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট বলেন, গত বছর ৫ আগষ্টের পৃর্বে যে সকল আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা বোমা হামলা, অস্ত্র প্রদর্শন করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এছাড়াও যাদের নামে মামলা হয়েছে তাদেরকে গ্রেফতার করার দাবী জানান। এ সময় শরীফ উদ্দিন, মুকুল শাহ, শরীফ, মশিউর, ফারুক, লিটন , সরোয়ারসহ বিএনপি , যুবদল ও ছাত্রদলের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
এদিকে দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মানিক হোসেনকে শনিবার বিকালে একটি পারিবারিক অভিযোগে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। সে বিষয়ে বেশ কয়েকজন নেতা কার্মি মানিককে ছাড়ানোর চেস্টা করে ব্যার্থ হয়। পরে রাতে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে কয়েকজন নেতা কর্মি দর্শনা থানায় প্রবেশ করে। এরপর পুলিশ মানিককে ছেড়ে দেয় বলে অনেকে অভিযোগ তুলেছে।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহিদ তিতুমির জানান, আওয়ামী লীগের নেতা কর্মিদের গ্রেফতারের দাবিতে বিএনপি শহরে মিছিল বের করে। আমরা বিএনপি নেতা কর্মিদের সাথে কথা বলেছি, তাদের গ্রেফতারের জন্য পুলিশ ততপর রয়েছে। এছাড়াও মারামারি সংক্রান্ত বিষয়ে মানিক নামে ১ জনকে আটক করা হয়েছে। পারিবারিক সমঝোতার ভিত্তিতে মানিককে রাতে ছেড়ে দেওয়া হয়েছে।
আওয়ামী ও তার দোসরদের গ্রেফতারের দাবিতে দর্শনায় বিএনপির বিক্ষোভ মিছিল
