উৎসবমুখর পরিবেশে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
উৎসবমুখর পরিবেশে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নাহিদ হাসান  এবং সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন  বিজয়ী হয়েছে। নির্বাচন শেষে দুপুরে মধ্যেই গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে নাহিদ হাসান দোয়াত কলম প্রতীকে ১৭ ভোটপেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইউনুস আলী মন্ডল ছাতা প্রতীকে পেয়েছেন ১৪ ভোট। সহসভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাইফুল হুদা (সোহেল হুদা) ও আব্দুল্লাহ হক নির্বাচিত হয়েছে। সাধারন সম্পাদক পদে নাজমুল হক শাওন আনারস প্রতীকে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আল-আমিন হোসেন মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১৫ ভোট। যুগ্ম সাধারন সম্পাদক পদে সাইফুল ইসলাম অনিক খেজুরগাছ প্রতীকে ২০ ভোট ও  হোসেল তামজীদ গোলাপ ফুল প্রতীকে ১৬ ভোট পেয়ে দ্বৈতভাবে নির্বাচিত হয়েছে এবং তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আরিফুল ইসলাম বাঘ প্রতীকে পেয়েছেন ১৩ ভোট। ক্যাশিয়ার পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ শরীফ নির্বাচিত হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে সঞ্জু আহমেদ মোরগ প্রতীকে ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী রাশেদুজ্জামান মই প্রতীকে পেয়েছেন ১২ ভোট। দপ্তর সম্পাদক পদে শরিফুল ইসলাম রোকন কলম প্রতীকে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাইদুল ইসলাম টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ১২ ভোট।  ধর্ম সম্পাদক পদে ইখলাচ উদ্দিন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পরে কাজী ফারুক আহাম্মদ সোহাগ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ক্রীড়া সম্পাদক পদে রিপন আলী ফুটবল প্রতীকে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী  শেখ মহিদুল ইসলাম হরিণ প্রতীকে পেয়েছেন। প্রচার সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মীর রোকনুজ্জামান নির্বাচিত হয়েছে।  কার্যনির্বাহী সদস্য পদে সেলিম রেজা কাপ পিরিচ প্রতীকে ২৪ ভোট, আরিফুল ইসলাম টেবিল প্রতীকে ২৩ ভোট ও খোন্দকার সালাহউদ্দিন বাল্ব প্রতীকে ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী সজিব হোসেন মোমবাতি প্রতীকে পেয়েছেন ১৫ ভোট।
নির্বাচনী কেন্দ্র পরির্দশন করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফ, উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেমায়েত উল্লাহ বেল্টু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম, চুয়াডাঙ্গায় প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা জামায়াতের আইন ও আদালত বিভাগের সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, কোষাধ্যক্ষ আলা উদ্দিন, বিজয় টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক পলাশ উদ্দীন, বাংলাদেশ বেতার ও নয়া দিগন্তের জেলা প্রতিনিধি হুসাইন মালিক, সময় টিভির রিপোর্টার মাহফুজ মামুন,, মাথাভাঙ্গার প্রতিনিধি আলম আশরাফ, দৈনিক সময়ের সমীকরণের প্রতিনিধি মেহেরাব্বীন সানভী।
উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন  সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম, সহকারি রিটারনিং অফিসার সাবেক ব্যাংক শহিদুল ইসলাম ও এ্যাড একরামুল হক, প্রিজাইডিং  অফিসার সহকারি অধ্যাপক একেএম ফারুক হোসেন। আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন আলমডাঙ্গা থানা পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *