ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ জন আটক, মদ-গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ জন বাংলাভাষীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার মহেশপুর বিজিবি পৃথক অভিযান চালিয়ে ১১ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে। বিএসএফ ওই বাংলাভাষীদেরকে জোর পূর্বক ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেয় বলে জানা গেছে। এছাড়াও অপর ঘটনায় ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শ্যামকুড় বিওপি’র সীমান্ত পিলার-৬০/১২৩-আর হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চেয়ারম্যান ঘাট নামক স্থান হতে নায়েব সুবেদার মোঃ ইকবাল তালুকদার এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময়  অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ৬ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু। আটককৃত পুরুষরা হলো নড়াইল জেলার কালিয়া থানার আহম্মদ আলীর ছেলের মোঃ জয়নাল আবেদীন, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার এশার আলী সরদারের ছেলে মোঃ সোহেল সরদার (২৯) ও মোফিজুল ইসলামের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান (২০)। একই দিন বেলা ১ টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/এমপি হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামে নায়েব সুবেদার মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ২ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১ জন নারী ও ১ জন শিশু। ভোর সাড়ে ৫ টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/এমপি হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামে নায়েব সুবেদার মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমনকালে ২ জনকে আটক করা হয়। এদের মধ্যে পুরুষ ১ জন ও নারী ১ জন। আটক পুরুষ হলো নড়াইল জেলার কালিয়া থানার সোলেমান শিকদারের ছেলে জাবের শিকদার। এদিকে ভোর ৫ টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪৭-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লাপাড়া গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার মোঃ আব্দুর রশীদ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে ১ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়।
অপরদিকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত-৫০/এমপি হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেতবাড়িয়া গ্রামে  নায়েক মোঃ শাহাজালাল এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৪ বোতল ভারতীয় মদ ও ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *