চুয়াডাঙ্গা শহর সমাজসেবা সমন্বয় পরিষদের পরিচিতি সভায় শরীফুজ্জামান

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় শহর সমাজসেবা কার্যালয়ের এর আয়োজন করা হয়। শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের সভাপতি খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘পতিত স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে এই কমিটিকে কুক্ষিগত করে রাখার একটি গভীর ষড়যন্ত্র পরিচালিত হয়েছিল। তারা অনেকাংশে তাতে সফলও হয়েছিল। তবে সেই অন্ধকার অধ্যায়ের এখানেই সমাপ্তি ঘটেছে। এখন থেকে আর কোনো কমিটি সিলেকশন পদ্ধতিতে গঠিত হবে না। কমিটির প্রতিটি সদস্যের সম্মিলিত ভোটেই আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করা হবে।’

তিনি আরও বলেন, ‘এই কমিটি শুধু একটি সংগঠন নয়, এটি সাধারণ মানুষের কল্যাণে কাজ করার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। প্রতিটি সদস্যের উচিত তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো। সমাজসেবার মূল চেতনা হলো সকলের কল্যাণে কাজ করা। এ চেতনাই আমাদের পথনির্দেশক, আর এই চেতনা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

সতর্ক বার্তা দিয়ে তিনি বলেন, ‘এই কমিটিতে কোনো ধরনের স্বজনপ্রীতি, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের কোনো জায়গা থাকবে না। আমাদের লক্ষ্য হলো সমাজে স্বচ্ছতা, সুশাসন ও ন্যায়ের প্রতিষ্ঠা। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করুন এবং সমাজ উন্নয়নে নিজেদের সর্বোচ্চটুকু দিন।’

বক্তব্যের শেষে তিনি বলেন, ‘কমিটির দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে আমি আহ্বান জানাই-আপনারা সবাই একসঙ্গে কাজ করুন, সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যান এবং একটি উন্নত ও সুশৃঙ্খল সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করুন।’

চুয়াডাঙ্গা শহর সমাজসেবা অফিসার ও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের সঞ্চালনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ ও জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন।

পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন- শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সহসভাপতি শহীদুল ইসলাম রতন ও অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মনি, কোষাধ্যক্ষ মফিজুর রহমান মনা, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক অ্যাড. আ.স.ম আব্দুর রউফ, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়। এছাড়াও নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. আসাদুজ্জামান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) অধ্যক্ষ মো. মুছাব্বেরুজ্জামানের প্রতিনিধি, আসলাম হোসেন ও হাবিবুর রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *