পখিভ্যান সহায়তা পেলেন ভান্ডাদহ গ্রামের মনছের আলী

পদ্মবিল প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ফুজুল সংগঠনের সহায়তায় দরিদ্র আজগার আলীকে পাখিভ্যান দেয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে সরোজগঞ্জ বাজারে ভ্যান উপহার দেয় ওই সংগঠন।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ভান্ডাদহ গ্রামের মনছের আলীর ছেলে আজগার আলী দীর্ঘদিন ধরেই প্যাডেল চালিত পা দিয়ে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। নতুন ভ্যান কেনার সামর্থ্য ছিলো না। এমতাবস্থায় সরোজগঞ্জের হিলফুল ফুজুল সংগঠনের সহায়তায় তাকে পাখিভ্যান উপহার দেয়।

সাজ্জিদ হাসান শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আব্দুর রউফ, বিশেষ অতিথি ছিলেন, আব্দুর রহমান সবদুল, সরোজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক শপের সত্তাধিকারী ওলি হুজুর, ডা: এস,আই রেজা, হোমিওপ্যাথি চিকিৎসক ডা: শাহজাহান, জহির টেইলার্সের মালিক জহির উদ্দিন, আজিজুল হক, শুভ মিয়া, জলিল, মহন মিয়া, লালচাঁদ, মিলন হোসেন, মিঠু মিয়া, পান্না প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, মাসুম বিল্লাহ হাওলাদার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *