স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারকারী ভারতীয় নাগরিকসহ ১১ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার ও বৃহস্পতিবার পৃথক ৩টি অভিযান চালিয়ে ১ জন ভারতীয় নাগরিক ও ১০ জন বাংলাদেশীকে বিজিবি আটক করে। পৃথক অপর একটি অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ উদ্ধার করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের ব্রিজের উপর হতে সুবেদার মোঃ আতিয়ার রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় ভারতের উত্তর প্রদেশের শিতারামপুর জেলার রামপুরমথুরা থানার ফুলকুমারী গ্রামের প্রফুল্লাহর ছেলে রঞ্জিত কুমার (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সে সীমান্ত পাড়ি দিয়ে কাঞ্চনপুর গ্রামে অবস্থান করছিলো।
অপরদিকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৬-আর হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের মোঃ রফিকুল ইসলামের বাগানের সামনে নায়েক মোঃ জয়নাল আবেদীন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। আটক পুরুষ সদস্যরা হলো গোপালগঞ্জ জেলার ত্রিনাথ কির্ত্তনিয়া (৪২), পিতা-মৃত অমূল্য কির্ত্তনিয়া ও রাজিব দাস (৪৩), পিতা-রসময় দাস।
গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের ব্রিজের উপর হতে সুবেদার মোঃ আতিয়ার রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৭ জনকে আটক করা হয়। এর মধ্যে ৪ পুরুষ, ২ নারী ও ১ শিশু। আটক পুরুষরা হলো গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার জহির এলাহী তালুকদার (৪১), সাগর হাওলাদার (২১) , মুন্সগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার সঞ্চয় চন্দ্র মন্ডল (৩৯) ও পটুয়াখালী জেলার বাউফল থানার মিলন চন্দ্র মন্ডল (৩১)।
এদিকে গতকাল শুক্রবার ভোর রাত ৪টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের মান্দারতলা এলাকার মাঠে নায়েক সুবেদার মোঃ আছাদুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।