চুয়াডাঙ্গার জাফরপুরে তেলবাহী ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ইজিবাইক চালকসহ ৩ যাত্রী নিহত, শিশুসহ ৫ জন আহত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জাফরপুরে তেলবাহী ট্রাক ও ইজিবাইকের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এতে ইজিবাইকের চালকসহ ৩ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ৬ মাস বয়সী শিশুসহ ৫ জন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের জাফরপুর নামকস্থানে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হচ্ছেন ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রাংকলরীটি ঝিনাইদহের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে যাত্রীবাহী ব্যাটারি চালিত ইজিবাইক চুয়াডাঙ্গা শহরের দিকে আসছিলো। পথিমধ্যে গাড়ী দুটি জাফরপুর বনবিভাগের সামনে পৌছুলে দুই গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় একজন পুরুষ যাত্রী (৪০) নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পর জরুরী বিভাগে অজ্ঞাতনামা আরো  এক নারী যাত্রী (৫০) নিহত হয়। কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩৫) মারা যান। আরিফুল জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কলোনিপাড়ার নুর মোহাম্মদের ছেলে।

আহতরা হলেন- যাত্রী জেলার দুধপাতিলা গ্রামের  আলামিন (২২), চাদপুরের দেলোয়ার হোসেন সায়েম (২৮), হায়দারপুর গ্রামের ফাহাদ (২২), রিয়া খাতুন (২০) ও তার ৬ মাস বয়সী শিশু সন্তান ইয়াসিন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আল ইমরান জুয়েল বলেন, হাসপাতালে ৩ জনের মরদেহ রাখা হয়েছে। এর মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে। বাকী ২ জনের পরিচয় সনাক্ত হয়নি। আহত ৫ জনের মধ্যে ২ অবস্থা আশংকাজনক। দূর্ঘটনায় প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশ গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। এই রকম দূঘটনা দেখা যায়না।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালিদুর রহমান জানান, দূর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেছে। তেলবাহী ট্রাকের ড্রাইভার ও হেলপার ঘটনার পর পালিয়েগেছে। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *