মেহেরপুরে জেলা বিএনপির গণসংযোগ

মেহেরপুর অফিস

মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান গতকাল শুক্রবার সকালে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় গণসংযোগ করেছে। গণসংযোগ কালে তিনি পথচারী, দোকানদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, আনসারুল হক, হাফিজুর রহমান হাফী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

গণসংযোগ চলাকালে দলীয় নেতারা বলেন, “দেশের জনগণের ভোট ও ভাতের অধিকারের আন্দোলনে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *