আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চঞ্চলের ছেলের দাফন সম্পন্ন

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের ছেলের দাফন অতি বৃষ্টির মধ্যেও সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার  সকাল সাড়ে ১০টার সময়  জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। টানা বৃষ্টির মাঝেও এলাকার সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন, সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। তার অকাল মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

গত বৃহস্পতিবার রাত ৯টার সময় কুষ্টিয়া সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বেলগাছিসহ আশপাশের এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, বেলগাছি ইউনিয়নের জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করে মাহমুদুল হাসান চঞ্চল বলেন, “আমার ছেলেকে হারিয়ে আমি ভেঙে পড়েছি। এটা আমার পরিবারের জন্য চরম দুঃখের মুহূর্ত।” মরহুমের রূহের মাগফিরাত কামনায় পরিবার, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ী সকলের কাছে দোয়া চেয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *