হিজলগাড়ী প্রতিনিধি
হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে যশোর বোর্ড কতৃক মনোনীত হয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দার এর ছোট ভাই ও সেনেরহুদা জান্নাতুল খাদরা মাদ্রাসার শিক্ষক মেহেদী হাসান।
গত ১জুন যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামান স্বাক্ষরিত পত্রে হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ঘোষণা করা হয়েছে। শিক্ষক প্রতিনিধি মনোনীত হয়েছেন হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদুর রহমান, অভিভাবক সদস্য মনোনীত হয়েছে হিজলগাড়ী গ্রামের জিল্লুর রহমান ও সদস্য সচিব হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।