মেহেরপুর অফিস
মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। গতকল বুধবার ব্যাংকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা দায়িত্বভার গ্রহণ করেন।
উল্লেখ্য, ২৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে হাফিজুর রহমান, আবু তালেব বিদা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে নির্বাচিত হন। সমবায় সমিতি বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০২০) এর ৩২(১) বিধি অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দুইজন সদস্য শহীদুল্লাহ এবং এস. এম. ফয়েজ। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির সভাপতি মাহবুবুল হক, সদস্য জামিয়ে আলম ও সাইফুর রহমান, কমিটির সাবেক সভাপতি নূরুল ইসলাম প্রমুখ। নতুন কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।