স্টাফ রিপোর্টার
ারচুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের তিতুদহ বাজার পাড়ায় পুকুরের পানিতে ডুবে হাবিব(০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৯ টার দিকে দাদির সাথে ছিল শিশু হাবিব, হঠাৎ তার দাদি পাশের বাড়ি গেলে সেও অসাবধানবসত পিছু পিছু আসে পুকুরপাড় পর্যন্ত। পরে কোন এক সময় পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর খুঁজাখুঁজি শুরু হলে পুকুরপাড়ে গিয়ে দেখতে পায় পানিতে ভেসে আছে। তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষনা করেন। মৃত হাবিব তিতুদহ গ্রামের আজাদ আলীর ছোট ছেলে। গতকাল আছরে নামাজের পরে নিজ গ্রামের কবরস্থানে জানাজা শেষে দাফনকার্য শেষ হয়। হাবিবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।