স্টাফ রিপোর্টার
শহীদ জিয়া স্মৃতি সংসদ চুয়াডাঙ্গা জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । গতকাল বুধবার কেন্দ্রীয় কমিটি শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম দীপু ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আমিন চুয়াডাঙ্গা আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে। কমিটির নেতৃবৃন্দ রাতে জেলা যুবদলের সভাপতি শরীফুজ্জামান সিজারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
ফুলের শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ চুয়াডাঙ্গা জেলা কমিটির আহবায়ক আব্দুল হাই মিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক আরিজ্জামান সুজন, শাফারেত উল্লাহ উজ্জল, খন্দকার হারুনা রশিদ সুমন, বিপ্লব হোসেন, মানিক মিয়া, সদস্য সচিব জান মোহাম্মদ জীবন, সদস্য ইসানুল বিশ্বাস, হাবিবুর রহমান মাসুদ, রাজ্জাক মিয়া, ওবাইদুল ইসলাম সুমন, তানজিলুর রহমান, আব্দুল করিম, শরিফুল ইসলাম রাব্বিলসহ দলের নেতৃবৃন্দ।