এইচএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার বিভিন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজ এবং চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজে কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি ২০২৫ সালের পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পরীক্ষার সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রসমূহের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

               উক্ত পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.এস.এম. আব্দুর রউফ শিবলু এবং সংশ্লিষ্ট কেন্দ্রসমূহে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রসংগত গতকাল ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *