দর্শনার কেরুতে খামার দিবস  ও চাষী সমাবেশ অনুষ্ঠানে এমডি রাব্বিক হাসান

দর্শনা অফিস

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর আকন্দবাড়িয়া পরীক্ষামূলক খামারে বেশ জাকজমক পূর্ণ পরিবেশে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে খামার দিবস ও চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়। চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান এফসিএমএ প্রধান অতিথির বক্তব্যে বলেন, একর প্রতি ফলন বাড়াতে গুণগত মানসম্পন্ন ও রোগমুক্ত এবং আধুনিক কলাকৌশল প্রয়োগ করে আখ রোপন করা হলে যেমন ফলন বাড়বে তেমনি ভাবে আখচাষী উপকৃত হবেন, মিল এবং শ্রমিক কর্মচারি কর্মকর্তারাও বাঁচবে, সরকারের রাজস্ব বাড়বে।

প্রধান অতিথির বক্তব্যে রাব্বিক হাসান এফসিএমএ আরো বলেন, গত মৌসুমে আমরা ৭২ হাজার মেট্রিকটন আখ মাড়াই করেছিলাম, এবার আসা করছি ৮০ থেকে ৯০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করতে পারবো। যেখান ৩ হাজার ৮ একর জমিতে আখচাষ নেমেছিল, এ বছর ৫ হাজার ৫ শ ৬২ একর জমিতে আখ দন্ডায়মান রয়েছে। এ জন্য আজকের এই খামার দিবসে আমাদের কেরু কোম্পানীর পক্ষ থেকে চাষী ভাইদের কাছে পরামর্শ থাকবে, বেশী ফলন ঘরে তুলতে অবশ্যই আখের যত্ন নিন, আমাদের শ্লোগান” সেচ সার যত্ন” তিনে মিলে রত্ন” এ বছর বর্তমান বাজার অনুযায়ী চিনির দাম বাড়াতে হলে দেশের সব চিনিকলের আখচাষীদের মধ্যে এক যোগে আখের দাম বাড়াতে হবে, সেটা শুধু কর্পোরেশন একা পারেনা, শিল্প মন্ত্রণালয়, আখচাষী প্রতিনিধি, করপোরেশন ও সরকারের নীতি নির্ধারকরা এক হয়ে আখের মূল্য বাড়াতে হয়, তবে দ্রব্য মূল্যের বাজার হিসেবে আখের দাম যাতে বাড়ে চাষীদের যাতে উপকার হয় আমরা সে বিষয়ে সংশ্লিস্ট দপ্তরে যথা সময়ে মতামত দেয়ার ব্যাবস্থা করবো।

কেরুর আকন্দবাড়িয়ায় পরিক্ষা মুলক খামার ও কেরুর জি এম(কৃষি) আশরাফুল আলম ভুঁইয়ার সভাপতিত্বে আখচাষী সিরাজুল ইসলাম মনি বলেন, মিল এলাকায় শিল্পবান্ধব চাষী তৈরি এবং চাষীদের সুযোগ সু্বধিা ও বাজার মুল্য হিসেবে আখের মুল্য বাড়াতে হবে। এ সময় আখচাষী ডাঃ ডাবলু মিয়া, আওয়াল হোসেন, শামিম হোসেন,  মোরসেদুল ইসলাম, সোহেল রানা, ফরিদ হোসেন,ও আলহাজ আবজালুর রহমান বক্তব্য রাখেন। চাষী বক্তব্য শেষে অনুষ্ঠানের সভাপতি আশরাফুল আলম ভুঁইয়া শুভেচ্ছা বক্তব্য দেয়ারপর কেরুর জি এম (কারখানা) সুমন কুমার সাহা, বি এস আর আই এর বৈজ্ঞানিক কর্মকর্তা ওবাইদুল্লাহ শেখ, জৈবসার কারখানার ব্যাবস্থাপক জনাব জাকির হোসেন ও ডিহি খামার ইনচার্জ এমদাদুল হক বক্তব্য রাখেন।                উল্লেখ্য- গতকাল মলবার দর্শনা কেরুর আকন্দবাড়িয়া পরিক্ষা মুলক খামারে মিলের ব্যাবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান এফ সি এম এ আসার সাথে সাথে কেরুর কৃষি বিভাগ কতৃক প্রদানকৃত ক্যাপ সবার মাথায় পরিয়ে দেয়। মুল অনুস্ঠান শুরুর আগে আখচাষী ও মিলের কর্মকর্তা কর্মচারি ও সুধীজনদের নিয়ে পরিক্ষা মুলক খামার এলাকায় আখচাষ উদ্বুদ্ধ করনে একটি শোভাযাত্রা বের করে অনুষ্ঠান স্থলে পৌছানো হয়। এ সময় ডিজিএম (খামার) সুমন কুমার, (বীজ ও এগ্রনোমি) দেলোয়ার হোসেন, কেরুর আকন্দবাড়িয়া কৃষি খামার ইনচার্জ বাবলুর রশিদ সহ কেরুর পুর্ব পশ্চিম উত্তর ও দক্ষিনের সাব জোন প্রধান, সি আই সি সিডিএ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারি এবং আখচাষী প্রতিনিধি ও বড় আখচাষীরা উপস্হিত ছিলেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করের কেরুর ডিজিএম (সম্প্রসারন) মাহাবুবুর রহমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *