চুয়াডাঙ্গা সদর উপজেলার জাতীয় নাগরিক পার্টির আহবায়ক কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার ৩০ জুন দিবাগত রাত ১২টা ১২ মিনিটে জাতীয় নাগরিক পার্টির ভেরিভাইড ফেসবুক পেজে পোস্টে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। এতে মিজানুর আরফিন টিটনকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। এছাড়া আনোয়ার হোসেন ও আতিকুজ্জামানকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। আগামী তিন মাস অথবা আহবায়ক কমিঠি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিনাঞ্চল) স্বাক্ষরিত দলীয় প্যাডে ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, তানভীর আহমেদ, আরিফুল আরেফিন, বুলবুল আহমেদ, আব্দুল হান্নান, আসাদুজ্জামান সুজন, রবিউল ইসলাম, টিটন আলী, নবীন মন্ডল, শরিফুল ইসলাম, বুলবুল, হোসাইন আহমেদ ও তানজির আহমেদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *