যুব ফোরাম আয়োজনে আলমডাঙ্গায় বিশ্ব মাদক বিরোধী দিবস পালিত

আলমডাঙ্গা অফিস

যুব ফোরাম চুয়াডাঙ্গা জেলা কর্তৃক আয়োজিত বিশ্ব  মাদক বিরোধী দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ  করে। উক্ত মাদক বিরোধী দিবসের মূল স্লোগান ছিল ‘মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’। গতকাল সোমবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন- আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার ড. মফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, ডাঃ শারমিন আক্তার, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর আলী, যুব ফোরামের আজিজুর রহমান। সভাপতিত্ব করেন খুলনা বিভাগের উপদেষ্টা আসাদুজ্জামান লিমন।

অনুষ্ঠানে বক্তাগণ মাদক সম্পর্কে বিস্তারিত বক্তব্য করেন, প্রধান অতিথি তার বক্তব্য বলেন এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য যুব ফোরামের খুলনা বিভাগের সভাপতি আসাদুজ্জামান লিমনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এরপর শুরু হয় প্রশ্ন উত্তর পর্ব অতিথিবৃন্দ প্রশ্ন করেন আর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা  প্রশ্নের উত্তর প্রদান করেন এবং ২০ জন সঠিক উত্তরদাতাকে বাছাই করে যুব ফোরামের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া কুপনের মাধ্যমে আরও ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় যুব ফোরাম এর পক্ষ থেকে।

যুব ফোরাম এর সভাপতি আসাদুজ্জামান লিমন বলেন, এই ধরনের কর্মসূচি আগামী দিনেও খুলনা বিভাগের ১০টি জেলায়  চলমান থাকবে। অনুষ্ঠানটি সার্বিকভাবে উপস্থাপনা করেন  যুব ফোরাম চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক  জনাব ইশান বাবু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *