জীবননগর পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা

জীবননগর অফিস

জীবননগর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩০ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৬৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এই বাজেট ঘোষণা করেন জীবননগর পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৫০ লাখ ২৫ হাজার টাকা। আর রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫০ লাখ ৮৯ হাজার ৩৫২ টাকা। বাজেটে প্রারম্ভিক জের রয়েছে ৪ লাখ ৮০ হাজার ৯৯৪ টাকা। রাজস্ব উদ্বৃত্ত থাকবে ৪ লাখ ১৬ হাজার ৬৪২ টাকা। এদিকে বাজেটে উন্নয়ন প্রাপ্তি ধরা হয়েছে ২৭ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৬৯৪ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা। বাজেটে আর ইউ ডি টি পি প্রকল্প থেকে সর্বোচ্চ ১৫ কোটি টাকা প্রাপ্তি ও ব্যয় ধরা হয়েছে। এছাড়া টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি টাকা প্রাপ্তি ও ব্যয় ধরা হয়েছে। এদিকে রাজস্ব খাতে স্থাবর সম্পত্তি হস্তান্তরে সর্বোচ্চ আয় ধরা হয়েছে ১ কোটি ৫ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ লাখ টাকা আয় ধরা হয়েছে গৃহ ও ভূমি কর, এরপর ৩৫ লাখ টাকা আয় ধরা হয়েছে হাট-বাজার ইজারা থেকে। এছাড়া চতুর্থ সর্বোচ্চ ৩০ লাখ টাকা আয় ধরা হয়েছে পেশা ব্যবসা ও কলিং থেকে। রাজস্ব খাতে সর্বোচ্চ ১ কোটি ১৭ লাখ ১৮ হাজার ৩৫২ টাকা ব্যয় ধরা হয়েছে কর্মকর্তাদের বেতন-ভাতায়।

বাজেট আলোচনায় অংশ নেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস, জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, উপজেলা প্রকৌশলী মাহবুবউল হক, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক রিপন হোসেন, সাংবাদিক ওমর ফারুক ও মুতাছিন বিল্লাহ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *