স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা আলহাঁস ইউনিয়নে গনসংযোগকালে অ্যাড. রাসেল বলেছেন, দেশের টাকা দেশে রাখি জামায়াতে ইসলামীর দাঁড়িপালায় ভোট করি । গতকাল রবিবার বেলা ৪ টায় আলহাঁস গ্রামে চুয়াডাঙ্গা-১ আসন জামায়াত মনোনীত জেলা সহকারী সেক্রেটারী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলে
তিনি বলেন প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গত ৫৪ বছরে যারা শাসন করেছে তারা ক্ষুধা, দারিদ্রমুক্ত, সন্ত্রাসমুক্ত, একটি সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিতে পারে নাই। পারে নাই বেকার সমস্যার সমাধান করতে , শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য পর্যাপ্ত কলকারখানা চাহিদার তুলনায় কম হওয়ায় কারণে বাড়ছে বেকারত্ব, দূর্নীতি, সন্ত্রাস, মাদকের অভিশপ্ত জীবন। একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী দেশের জনগনের সহযোগিতার মাধ্যমে জনকল্যাণ , উৎপাদনশীল, আধুনিক কল্যাণ রাষ্ট্র জাতিকে উপহার দিতে চাই। তিনি আরো বলেন আমি আপনাদের সন্তান, আমি, আপনি, আপনারা আসুন আমরা সবাই মিলে দেশের সব মানুষের জন্য কাজ করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সমর্থন, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছি। এছাড়া বক্তব্য রাখেন জেলা উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা সেক্রেটার মামুন রেজা, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা জামিরুল ইসলাম, আইলহাঁস ইউনিয়ন আমীর লিয়াকত আলী, সেক্রেটারী মনোয়ার হোসেন, খাসকররা ইউনিয়ন সেক্রেটারি ছমিরুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা আঃ লতিফ, আ: রশীদও সাগর প্রমুখ।
আলমডাঙ্গা আইলহাঁস গণসংযোগকালে- অ্যাড. মাসুদ পরভেজ রাসেল
