স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য নবায়নের লক্ষ্যে ১৫ দিন ব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল সোয়া ১০ টায় জেলা আইনজীবী সমিতি পুরাতন বার ভববনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক আ.স.ম. আব্দুর রইফ। সঞ্চালনায় ছিলেন, আইনজীবী ফোরামে সদস্য সচিব মানজার আলী জোয়ার্দ্দা
উপস্থিত ছিলেন, ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, যুগ্ম আহবায়ক মঈন উদ্দীন মঈনুল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আহসান আলী, জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সারোয়ার বাবু, নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এমএম শাহজাহান মুকুল, সিনিয়র আইনজীবী রফিকুল ইসলাম(১), আফরুজা আক্তার, ফোরামের সদস্য বদিউজ্জামান, আব্দুল্লাহ আল মামুন , খন্দকার অহিদুল আলম মানি, রুবিনা পারভীন, আসাদুজ্জামান মিল্টন, শাহজামাল জামাল ও মেহেদী হাসান নয়ন উপস্থিত ছিলেন।
ফোরামের আহবায়ক আ.স.ম. আব্দুর রউফ জানান, নতুন সদস্য সংগ্রহ একটানা ১৫ দিন অব্যাহত থাকবে। সদস্য হতে হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাড. অ.স.ম. আব্দুর রউফ ও সদস্য সচিব অ্যাড. মানজার আলী জোয়ার্দ্দার হেলালের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৫ দিন ব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু
