স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় তাকওয়া ইসলামী একাডেমির পক্ষ থেকে নাজেরা ও হিফজ বিভাগের ছবক প্রদান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১০ ঘটিকায় তাকওয়া কুরআনের ছবক ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
নাজেরা ও হিফজ বিভাগের শিক্ষার্থীদের কুরআনুল কারিমের ছবক প্রদান করেন মারকাজুল উলুম আল-ইসলামিয়া মাদরাসা প্রিন্সিপাল মাওলানা আব্দুস সামাদ ও জামিয়া ইসলামিয়া মিফতাহুল উলুম বালক-বালিকা মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব মুফতি আলি আকবার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, অধ্যক্ষ নিগার সিদ্দিক কলেজ ও সহকারী অধ্যাপক, পদ্মপুকুর ডিগ্রি কলেজ। আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক তৌফিক এলাহী, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মুফতি শুয়াইব হোসেন , মাওলানা জিয়াদ সাহেব ও সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। তাকওয়া ইসলামি একাডেমিতে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও অভিভাবকবৃন্দ। শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে একাডেমির ছাত্র-ছাত্রীরা হামদ, নাতে রাসুল (সাঃ) হাদিসের উপর ক্রমানুক্রমিক বর্ণনা এবং প্রতিকী জানাজা অনুষ্ঠান করেন। প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন সন্তানদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে, ইসলামি শিক্ষার বিকল্প নেই। আদর্শ চরিত্র গঠনে ও নৈতিক শিক্ষায় ইসলাম একটি আদর্শ ব্যবস্থা। অভিভাবকগণ তাদের সন্তাানদের ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিজ্ঞানমুখী শিক্ষায় চলমান বিশ্বের সঙ্গে তাকওয়া ইসলামি একাডেমির শিক্ষার্থীরা যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারে। তিনি আরো বলেন ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। পূর্ণাঙ্গ কোড অফ লাইফ।