আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে আলমডাঙ্গা পৌর শাখার ধর্মতলা বটগাছ সংলগ্ন তিন রাস্তার মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার আমীর মাহের আলীর সভাপতিত্বে দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট আইনজীবী, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ নির্বাচন পদপ্রার্থী জননেতা অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
তিনি বলেন, প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গত ৫৪ বছরে যারা শাসন করেছে তারা ক্ষুধা, দারিদ্রমুক্ত, সন্ত্রাসমুক্ত, একটি সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিতে পারে নাই। পারে নাই বেকার সমস্যার সমাধান করতে , শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য পর্যাপ্ত কলকারখানা চাহিদার তুলনায় কম হওয়ায় কারণে বাড়ছে বেকারত্ব, দূর্নীতি, সন্ত্রাস, মাদকের অভিশপ্ত জীবন। একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী দেশের জনগনের সহযোগিতার মাধ্যমে জনকল্যাণ , উদপাদনশীল, আধুনিক কল্যাণ রাষ্ট্র জাতিকে উপহার দিতে চাই। আমি আপনাদের সন্তান, আমি, আপনি, আপনারা আসুন আমরা সবাই মিলে দেশের সব মানুষের জন্য কাজ করি । আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সমর্থন, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
এছাড়া বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য, জেলা সমাজ কল্যাণ বিভাগের সভাপতি, আলমডাঙ্গা পৌর শাখার তদারককারী আলতাফ হোসাইন, জেলা যুব বিভাগের সভাপতি, চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক নূর মোহাম্মদ টিপু, জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, জি এ সাংগঠনিক থানা আমীর জনাব আব্বাস উদ্দিন, পৌর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী, সেক্রেটারী মাওলানা মুসলিম উদ্দিন, সহকারী সেক্রেটারী সাইফুল্লাহ হাসান, প্রভাষক সাহিন শাহীদ , সামসুল আরেফিন রিপন। এছাড়া সাবেক আমির আঃ মান্নান, শেখ রবিউল ইসলাম, প্রভাষক আব্দুল কুদ্দুস, মোশাররফ হোসাইন, মাওলানা শফী উদ্দিন, মাওলানা আশরাফুল আলম, মোহাম্মদ হানিফ, শামীম রেজা, আল আমিন সহ সকল ওয়ার্ডের নেতা কর্মী , শুভাকাঙ্ক্ষী, সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।