আলমডাঙ্গায় রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি নেতা শরীফুজ্জামান ধর্মীয়মূল্যবোধ প্রজন্মে প্রজন্মে ছড়িয়ে দেয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা চারতলা মোড়ে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। গতকাল শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় প্রধান অতিথি থেকে এই রথযাত্রার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। আলমডাঙ্গা রথযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক ডা. অমল বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন।
পূজার আয়োজনে উপ¯ি’ত ছিলেন জেলা পূজা উদ্যাপন আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য কিশোর কুমার আগরওয়ালা, পলাশ কুমার সাহা, পবিত্র কুমার আগরওয়ালা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলা সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়। নিরাপত্তা রক্ষায় দায়িত্বে ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর আলী ও পুলিশ পরিদর্শক (অপারেশন) বিকাশ চন্দ্র সরকার।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন মোল্লা উপ¯ি’ত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপ¯ি’ত ছিলেন নিমাই রায়, সমীর কুন্ডু, পলিমল ঘোষ কালু, পবন ভৌতিকা, হারান অধিকারী, বিজয় কুমার সিংহ, বিশ্বজিৎ সাধুখাঁ, প্রহিত বরুণ পান্ডে, অসীম কুমার সাহা, লিপন বিশ্বাস, সাধারন সম্পাদক পলাশ আচার‌্য, তনময় দত্ত, উৎপল দত্ত, বিপুল সাহা, মদন কুমার, বাপ্পি বিশ্বাস, অশ্বিনী পরামানিকসহ এলাকার বিভিন্ন স্তরের সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ ও যুব সমাজ। অনুষ্ঠানে এক নাম সংঘ’র আয়োজনে কীর্তন পরিবেশন করেন বাবু গোপেন আচার্য। সনাতনী ভক্তদের গলায় ছিল ভক্তিমূলক গানের সুর।
উদ্বোধন অনুষ্ঠিানে বক্তারা বলেন, ‘ধর্ম মানুষের আত্মিক শান্তির পথ দেখায়। রথযাত্রা সনাতন ধর্মের এমনই এক উৎসব, যা ভ্রাতৃত্ব, সহনশীলতা ও মানবতার বার্তা দেয়। শান্তিপূর্ণ উৎসব উদ্যাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বো”চ সহযোগিতা থাকবে সবসময়। প্রতি বছরের মতো এবারও রথযাত্রা ঘিরে পাওয়া গেছে অসাধারণ সাড়া। এই উৎসব শুধু ধর্ম নয়, সংস্কৃতি ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ।
শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা ও কীর্তন শেষে রথ নিয়ে যাত্রা শুরু হয় নির্ধারিত পথে। শত শত ভক্ত রশিতে টেনে নেয় সুসজ্জিত রথ। সাজসজ্জায় ছিল ফুল, কলা, কাঁঠাল, মালা, ধূপ ও চন্দনের গন্ধ। চারপাশে ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, আগামী বছর আরও বড় পরিসরে রথযাত্রার আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই উৎসব প্রজন্ম থেকে প্রজন্মে সনাতন ধর্মের চেতনাকে এগিয়ে নিয়ে যাবে-এটাই তাদের প্রত্যাশা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *