স্টাফ রিপোর্টার
আজ বৃহস্পতিবার সারাদেশে অনুষ্ঠিত হবে এইচএসসি/এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা)/এইচএসসি (ভোকেশনাল)/আলিম পরীক্ষা। সকাল ১০টায় শুরু হয়ে চলবে বেলা ১টা পর্যন্ত। পরীক্ষা শুরু ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে হলে প্রবেশ করতে হবে। সুষ্ঠভাবে এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা শেষ করতে প্রশাসন থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেইসাথে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সদর উপজেলার কেন্দ্রসমুহে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলাতে উপজেলা নির্বাহী অফিসার ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধার জারি করবেন। কেন্দ্রের চারিদিকে ১৪৪ ধারা জারিকৃত এলাকায় লাল পতাকার মাধ্যমে চিহ্নিত করতে হবে। সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। আগামী ১০ আগষ্ট পর্যন্ত সকল কোটিং সেন্টার বন্ধ থাকবে।
চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলার ২২টি কেন্দ্রে ৯ হাজার ৮০৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। এর মধ্যে ১২ টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিবে ৭ হাজার ৬৮৬ জন। চুয়াডাঙ্গা সরকারী কলেজে কেন্দ্রে ৬৪১ জন, চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজে ৯৪১ জন, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে ৬৭১ জন, বদরগঞ্জ ডিগ্রি কলেজে ৮৩৬ জন, তেতুল শেখ কলেজে ২২৩ জন, আলমডাঙ্গা সরকারী ডিগ্রি কলেজে ৬৩৫ জন, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে ৩৯৯ জন, এম এস জোহা ডিগ্রি কলেজে ৭১৩ জন, দর্শনা সরকারী কলেজে ৭৯৬ জন, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজে ৯৬৬ জন, জীবননগর ডিগ্রি কলেজে ৫১৭ জন, জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে ৩৪৮ জন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে। এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার জন্য ২ টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এতে অংশ নিবে ২৫৩ জন শিক্ষার্থী। চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ২১৬ জন এবং জীবননগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৩৭ জন এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহন করবে। এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষার জন্য ৫ টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এতে অংশ নিবে ১ হাজার ৫৩৯ জন। এর মধ্যে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে ৫৩১ জন, নিগার সিদ্দিক কলেজে ২৬৫ জন, এম এস জোহা ডিগ্রি কলেজে ৩১৮ জন, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজে ২৮৫ জন, জীবননগর সরকারী আদর্শ মহিলা কলেজে ১৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে। আলিম পরীক্ষার্থীদের জন্য ৩ টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এতে অংশ নিবে ৩২৬ জন পরীক্ষার্থী। চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসায় ১২৮ জন, আলমডাঙ্গা আলিম মাদ্রাসায় ৭৮ জন ও জীবননগর ফাজিল মাদ্রাসায় ১২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।