জীবননগরে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন

জীবননগর অফিস

জীবননগরে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন। প্রশিক্ষণে শুভেচ্ছা বক্তব্য দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন। পরে মূল প্রবন্ধ (ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা সম্পর্কে পাওয়ার পয়েন্ট পেজেন্টশন) উপস্থাপন করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ওমর ফারুক।

প্রশিক্ষণে মুক্ত আলোচনায় অংশ নেয় প্রশিক্ষণার্থীরা। এছাড়া আলোচনা করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ওমর ফারুক, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, জীবননগর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মামুন হোসেন বিশ্বাস প্রমুখ। প্রশিক্ষণ সঞ্চালনা করেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।

প্রশিক্ষণে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, তামাক মূলত হৃৎপিণ্ড, লিভার ও ফুসফুসকে আক্রান্ত করে। ধূমপানের ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ও ক্যানসারের ঝুঁকি বহুগুণ বাড়ায়। ধূমপান যে করেন, শুধু তার ক্ষতি হয় না, তার পাশে যে থাকেন আরও বেশি ক্ষতি হয়। এজন্য পাবলিক প্লেসে ধূমপানের শাস্তির বিধান জরিমানা আছে। তিনি আরও বলেন, গর্ভবতী নারীদের ওপর তামাকের ব্যাপক ক্ষতিকর প্রভাব রয়েছে। ধূমপায়ী নারীদের ক্ষেত্রে গর্ভপাত ঘটার হার বেশি থাকে। এছাড়া গর্ভস্থ ভ্রূণেরও অনেক ক্ষতি করে। এ সময় ইউএনও জীবননগর উপজেলায় তামাক চাষ শূন্যের কোটায় নামিয়ে আনতে সকলকে এগিয়ে আসতে বলেন। এছাড়া তামাকের ক্ষতিকর দিকগুলো নিয়ে জনসাধারণের মাঝে প্রচারের আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *