উথলী প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে যুব বিভাগের আয়োজনে একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মাগরিব নামাজের পর সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার হলরুমে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তরুণদের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তরুনদের নতুন বাংলাদেশ বিনির্মানে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে যুবকদের সচেতন ভূমিকা রাখতে হবে এবং ভোটের মাঠে তাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই যেন তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে ভোটের মাঠে সক্রিয় থাকতে হবে।
উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি ইউপি সদস্য আহাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তালিমুল কোরআন বিভাগের চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাওলানা মহিউদ্দিন,জীবননগর উপজেলা জামায়াতে সেক্রেটারি শাখাওয়াত হোসেন, সহকারি সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন,সেক্রেটারি জাহিদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর উথলী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আরিফুল ইসলাম, সেক্রেটারি হাসানুজ্জামান,যুব বিভাগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সহ ইউনিয়ন ও ওয়ার্ডের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।