জীবননগর অফিস
জীবননগরে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় পরিচালিত কৈশোর কার্যক্রমে জীবননগর স্টেডিয়াম মাঠে এ দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবীর, জীবননগর পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন, প্রোগ্রাম এডভাইজার আব্দুস শুকুর, উপ-পরিচালক জহির রায়হান।
এছাড়া উপস্থিত ছিলেন- জীবননগর উপজেলা সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আখতারুজ্জামান, সহকারী উপজেলা সমন্বয়কারী হুমায়ুন রশিদ ও ও স্বাস্থ্য কর্মকর্তা সোহেল রানা।