চুয়াডাঙ্গায় নিকাহ রেজিস্টার ও বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় নিকাহ রেজিস্টার ও বিবাহ নিবন্ধকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায়  জেলা প্রশাসকের কার্যালয়ের  সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে বাল্যবিবাহের প্রবণতা বেশি এবং জেলার বিবাহ পরিসংখ্যানে দেখা যায় ১০০ জনের মধ্যে ৭১ জনের বিবাহ তালাক হয়। বাল্যবিবাহ রোধে সকল কাজীদের প্রতি গুরুতারোপ করেন তিনি এবং বাল্যবিবাহ বন্ধ করতে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। বিবাহ ও তালাকের ক্ষেত্রে সকল সরকারি বিধি-নিষেধ মেনে চলার তাগিদ দেন। এ বিষয়ে মত বিনিময় সভায় উপস্থিত বিবাহ নিবন্ধক ও কাজীদের মতামত নেওয়া হয়। তারাও নানারকম সুবিধা অসুবিধার কথা উক্ত সভায় উল্লেখ করেন। সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, জেলা মহিল বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, জেলা রেজিষ্ট্রার লোকমান হোসেন,  জেলার বিবাহ  নিবন্ধক কাজী, এনজিও প্রতিনিধি ও  গনমাধ্যম কর্মিরা অংশ নেয়। পরে জেলা প্রশাসক মহোদয় সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *