আলমডাঙ্গায় যুবদলের উদ্যোগে ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল ও আলোচনা

আলমডাঙ্গা অফিস

‘জিয়ার সৈনিক এক হও লড়াই করো, কে বলেরে জিয়া নাই, লক্ষ জিয়া ঘরে ঘরে’ শ্লোগানে মুখরিত আলমডাঙ্গা পৌর শহর। আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আওয়ামীলীগের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় আলমডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলিফ উদ্দিন মোড়ে এসে আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়।

বর্ণাঢ্য এ মিছিলে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাঁরা আওয়ামী সরকারের বিরুদ্ধে দমন-পীড়ন, মতপ্রকাশের স্বাধীনতা হরণ, গণগ্রেফতার ও ভোটাধিকার হরণের প্রতিবাদে স্লোগান দেন। পাশাপাশি, তারা গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল হোসেন। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার বিরোধী দল দমনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। জনগণের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এ পরিস্থিতিতে যুবদল রাজপথে থেকে দেশের মানুষের আশা-আঙ্খাংকার প্রতিনিধিত্ব করছে।” তিনি আরও বলেন, “চুয়াডাঙ্গা জেলার গণমানুষের নেতা শরিফুজ্জামান শরীফ একজন নির্লোভ ও নিরহংকারী নেতা। তাঁর মতো নেতৃত্বই গণমানুষের পাশে থেকে রাজনীতি করে। আমাদের সকলের উচিত এই নেতার পাশে থাকা এবং তাঁকে শক্তিশালী করা।” সভায় অন্যান্য বক্তারা বলেন, “যুব সমাজই গণতন্ত্র রক্ষার মূল শক্তি। রাজপথে যারা লড়ছে, তারাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুবদলের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক নাজিমুদ্দিন মোল্লা, সদস্য সচিব সাইফুদ্দিন আলম কনক, যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল কাদের, হাফিজুর রহমান, আসাদুজ্জামান মিন্টু, যুবনেতা শরীফ, লুলু, হুমায়ুন কবির, আওয়াল কবির, রিলি, ঝন্টু, নাজিমুদ্দিন ও মানিক মিয়া প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *