স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতি নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহবায়ক অ্যাড. মারুফ সারোয়ার বাবু চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষনা করেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় সভাপতি পদে সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ও সাধারণ সম্পাদক পদে ওয়ালিউল আকরাম সুজন রয়েছেন। এছাড়া, সিনিয়র সহ-সভাপতি পদে মইন উদ্দিন মইনুল ও সহ-সভাপতি পদে মুন্সী মো. শাহজাহান মুকুল এবং যুগ্ম-সম্পাদক (১) পদে ইমরানুল আহম্মদ ইমন ও যুগ্ম-সম্পাদক (২) পদে একলাছুর রহমান কাজল রয়েছেন। ৯ জন কার্যনির্বাহী সদস্য পদে আহম্মদ আলী, আব্দুল বারী, জুলফিকার আলী মুকুল, রফিকুল ইসলাম, আ.স.ম. আব্দুর রউফ, ওয়াহেদুজ্জামান বুলা, আব্দুল্লাহ আল মামুন এরশাদ, আফজালুল হক ও কাজী শামসুল জুয়েল রয়েছেন। চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতি নির্বাচনে নির্বাচন পরিচালনা উপ-পরিষদের সদস্য হিসেবে অ্যাড. মো. বদিউজ্জামান ও অ্যাড. সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ দায়িত্ব পালন করছেন। চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতি নির্বাচন ২০২৫-২০২৬ কর অর্থবছরের জন্য দায়িত্ব পালন করবেন। আগামী ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এক বছরের জন্য নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবেন। ২৮ জুন ভোট গ্রহনের দিন নির্ধারণ আছে। তবে, ১৫টি পদের বিপরীতে একের অধিক প্রার্থী না থাকায় ১৫ জনের সকলেই বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন।