আলমডাঙ্গা অফিস
ঐতিহাসিক পলাশী ট্র্যাজেডির ২৬৮ বছর স্মরণে “পলাশী থেকে বাংলাদেশ: একটি জাতির শৃঙ্খলিত আত্মার দলিল” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় আলমডাঙ্গার হ্যামলেট ক্যাফেতে অনুষ্ঠিত হয় এই বস্তুনিষ্ঠ আলোচনা ও স্মরণসভা। আলমডাঙ্গা সাহিত্য ও সাংস্কৃতিক জোট এবং আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠানের সঞ্চালনা করেন নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকবাল হোসেন মিয়া।
আব্দুল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। মূল প্রবন্ধ রচনা করেন বিশিষ্ট সাংবাদিক রহমান মুকুল এবং প্রবন্ধ উপস্থাপন করেন আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু।
বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন, গল্পকার ও কথাসাহিত্যিক পিন্টু রহমান, লেখক ও গবেষক শায়খ ইমদাদুল হক, আবৃত্তিকার আসিফ জাহান, নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক খায়রুল ইসলাম এবং সম্মিলিত ইমাম খতিব পরিষদের সভাপতি শেখ শাফায়েতুল ইসলাম হিরো।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হক, মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সভাপতি আল-আমিন, আলাউদ্দিন আহমেদ পাঠাগারের সভাপতি গোলাম রহমান চৌধুরী, নাগরিক উন্নয়ন কমিটির কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, শুদ্ধ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সভাপতি আতিকুর রহমান ফরায়েজি, আবৃত্তিকার সোহেল জামান, আসাদুজ্জামান স্বপন প্রমুখ।
বক্তারা বলেন, পলাশীর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, এটি ছিল জাতির আত্মা বন্দী হওয়ার সূচনা। ব্রিটিশ উপনিবেশবাদ যে বিশ্বাসঘাতকতা, বিভাজন ও শোষণের শিকল পরিয়ে দেয়, তার সূচনাবিন্দুই ছিল পলাশী। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি সত্যিকারের স্বাধীন ও আত্মমর্যাদাসম্পন্ন জাতি গঠনের ওপর গুরুত্বারোপ করেন তারা।