স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা একাডেমি নব-নির্বাচিত সভাপতি হাবিবুর রহমান সাদিদের সাথে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা একাডেমীর শিক্ষকবৃন্দ। গতকাল রবিবার বিকেল তিনটায় বিদ্যালয় এর সভাকক্ষে এ আনুষ্ঠানিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় এর পার্শ্ববর্তী মহল্লার মসজিদ পাড়ার সমাজসেবক চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বিদ্যালয় এর নব-নির্বাচিত সভাপতি হাবিবুর রহমান সাদিদ।
বিদ্যালয়ের প্রথম মিটিং এ অংশগ্রহণ করেই নব নির্বাচিত সভাপতি বলেন, এ বিদ্যালয়ের লেখা-পড়ার মান একসময় ভিজে, গার্লসের পরের অবস্থানেই ছিল। আমার যদি ভুল না হয় সে সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন সেলিনা খাতুন। বিদ্যালয়ের লেখা- পড়ার মান ও পরিবেশ আবারো সেই সময়ের ন্যায় ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে সকলকে। শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার উন্নয়নের ব্যাপারে আমার কোন কার্পণ্য থাকবে না। কারণ আমি আজ আছি, আগামীকাল নাও থাকতে পারি। কিন্তু শিক্ষার পরিবেশ ও গুণগত মান বছরের পর বছর ধরে যেন বহমান থাকে। কেউ যেন বলতে না পারে আমি এসে শিক্ষার পরিবেশ ধ্বংস করে গেছি। মতবিনিময় সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক -শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা একাডেমির নব-নির্বাচিত সভাপতি হাবিবুর রহমান সাদিদের সাথে শিক্ষকদের মতবিনিময়
