প্রেসক্লাবের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড-জলকামান নিক্ষেপ

অনলাইন ডেস্ক

১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে আন্দোলনরতদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এর আগে প্রায় এক ঘণ্টা ধরে প্রেসক্লাব এলাকা অবরোধ করে রেখেছিলেন আন্দোলনকারীরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গে করে দেয়।

পুলিশ সূত্র জানায়, ১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় ৮৩ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ২৩ হাজার উত্তীর্ণ হতে পারেননি। এখন সেসব উত্তীর্ণ না হওয়া পরীক্ষার্থীদের দাবি, তাদের ইচ্ছেকৃতভাবে ফেল করানো হয়েছে। তাদের উত্তীর্ণের সনদ দিতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের এডিসি জিসানুল হক বলেন, এসব আন্দোলনকারী সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের সামনে দাঁড়ান। প্রায় এক ঘণ্টা তারা সড়ক অবরোধ করে রাখেন। ফলে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।

জিসানুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে। তবে কারো ওপর লাঠিপেটা করা হয়নি বা মারধর করা হয়নি। এ ঘটনার পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *