আলমডাঙ্গার বেলগাছিতে বিএনপির কুশল বিনিময় সভা

বিএনপির রাজনীতি জনগণের কল্যাণের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় কুশল বিনিময় সভা। বেলগাছি পুরাতন বাজার মোড়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বিশ্বাস করি। বিএনপির রাজনীতি জনগণের কল্যাণের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য। আসন্ন জাতীয় নির্বাচনেও আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে আছি।’

তিনি আরও বলেন, ‘দেশের এই দুঃসময় ও ন্যায়বিচারহীন পরিস্থিতিতে আমাদের সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে। সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। যারা দলে উচ্ছৃঙ্খলতা বা বিশৃঙ্খলা করতে চায়, তাদের এ দলে কোনো জায়গা নেই। দলকে শৃঙ্খলার ভিতরে রেখে আমাদের সংগঠনকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে।’

তিনি বলেন, ‘আমরা মানুষের পাশে থাকতে চাই, জনগণের আশা—আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করি। বিএনপি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে। বর্তমান সরকারের দুর্নীতি ও দুঃশাসনের বিপরীতে আমরা একটি সুবিচার ও সম্মানজনক রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ।’

৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি উম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এহসানুল হক স্বরাজ, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ টনিক, বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজেদ হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউনিয়নের সাবেক সভাপতি ঝন্টু মালিতা ও সিনিয়র সহ—সভাপতি শোলক আলী। সভায় উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা শরীফুজ্জামানের শরীফের বক্তব্যে উৎসাহিত হয়ে সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *