স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের কনফারেন্সরুমে মাসিক এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ বলেন উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা অধিকার সংরক্ষন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন উপজেলার আইন-শৃঙ্খলা ঠিক রাখতে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষভাবে নজরদারি করা হবে বলেও তিনি আশ^স্ত করেন। এসময় আরোও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরোও কঠোর ভূমিকা পালনের আহবান জানান। মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আশিস মোমতাজ, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মোঃ হোসেন আলীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলের মতামত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ সভার সমাপ্তি ঘোষনা করেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা ঠিক রাখতে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে
