জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মেহেরপুরকে হারিয়ে চুয়াডাঙ্গা জেলা ইসলামী ছাত্রশিবির একাদশ চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার
জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১১ টায় বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে জমকালো এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখা একাদশ ও ইসলামী ছাত্রশিবির মেহেরপুর শাখা একাদশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ ফাইনালে মেহেরপুর ছাত্র শিবির একাদশ প্রথমে ২-০ গোলে এগিয়ে যাই। মেহেরপুর একাদশের পক্ষে আব্দুস সালাম গোল দুটি করেন। তবে দুই গোল হজম করে চুয়াডাঙ্গা জেলা ছাত্র শিবির একাদশ যখন ধুকতেছিল, ঠিক সেই সময় ত্রানকর্তা হিসেবে আবির্ভূত হন চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবু রায়হান। আবু রায়হান হ্যাটট্রিকসহ দলের পক্ষে একাই ৪টি গোল করেন। চুয়াডাঙ্গা জেলা ইসলামী ছাত্রশিবির একাদশের পক্ষে অপর গোলটি করেন ১৪ নং জার্সি পরিহিত খেলোয়াড় হুসাইন। নির্ধারিত সময়ের খেলা শেষে চুয়াডাঙ্গা জেলা ইসলামী ছাত্রশিবির ৫-২ গোলে করে মেহেরপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ফাইনালের পুরস্কার লাভ করেন চুয়াডাঙ্গা জেলা ইসলামী ছাত্র শিবিরের আবু রায়হান। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার সম্পাদক সাবেক জেলা ছাত্রশিবিরের সভাপতি সাংবাদিক মফিজুর রহমান জোয়ার্দ্দার।
এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাগর আহমেদ, মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা জেলা ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা পৌর শাখার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। ফাইনাল খেলাটি পরিচালনা করেন আব্দুল হাই, ইসলাম রকিব, তরিকুল ইসলাম তরু ও ফুটবলার লিখন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *