অনলাইন ডেস্ক
টেস্ট সিরিজের ট্রফি হাতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন ও শ্রীলঙ্কা অধিনায়ক ধনাঞ্জায়া ডি সিলভা
শ্রীলঙ্কা মিশন শুরু করছে বাংলাদেশ। গলে আজ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামছে দুই দল। সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ জিতেছে টসে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।
অসুস্থতার জন্য একাদশে নেই মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডারের অনুপস্থিতিতে চার বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলছে বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য অপেক্ষা বাড়ল ইবাদত হোসেনের। দলের দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদ। স্পিনে তাইজুল ইসলামের সঙ্গী নাঈম হাসান।
এদিকে টেস্ট ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা ছয়জনের মধ্যে দুজনকে গল টেস্টে সুযোগ দিয়েছে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ি টেস্টে অভিষেক হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান লাহিরু উদারা ও দুই হাতেই বোলিং করতে পারা স্পিনার থারিন্দু রাত্নায়াকের।
প্রথম টেস্টের বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।
শ্রীলঙ্কা দল : ধনাঞ্জায়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, প্রাবাথ জায়াসুরিয়া, থারিন্দু রাত্নায়াকে, মিলান রাত্নায়েকে, আসিথা ফার্নান্দো।