স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্তের বিপরীতে বিএসএফের হাতে আটক ৬ বাংলাদেশীকে ফেরত দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকালে খোলাসপুর সীমান্তের শূন্য রেখায় কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেয়া হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গতকাল দুপুর ১টার দিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ রামনগর কোম্পানী কমান্ডার মহেশপুর ব্যাটালিয়নের বাঘাডাংগা কোম্পানীর খোসালপুর বিওপি কমান্ডার’কে চিঠি দেন। চিঠিতে ৬ জন (৪ পুরুষ, ১ নারী এবং ১ শিশু) বাংলাদেশী ভারতে অবৈধভাবে যাওয়ায় বিএসএফ তাদেরকে আটক করেছে। বিএসএফ বাংলাদেশীদের ফেরত নেয়ার জন্য বিজিবি’কে অনুরোধ করে। উক্ত ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য বিজিবি’কে প্রেরণ করে। বিজিবি উল্লেখিত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে। এরপর বিকালে সীমান্তের ৬০/৮৫-আর (পিলার) এর নিকট শূন্য লাইন বরাবর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট থেকে বাংলাদেশীদের গ্রহন করা হয়। উল্লেখিত ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর সীমান্তে বিএসএফের হাতে আটক ৬ বাংলাদেশীকে ফেরত
