গাংনীতে শিশু ধর্ষনের অভিযোগে যুবককে গণধোলায় দিয়ে পুলিশে সোর্পদ

মেহেরপুর অফিস
গাংনী উপজেলা চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সি এক কন্যশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত একই গ্রামের ধর্ষক এক সন্তানের শাকিল আহমেদ (৩০) কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় শিশুটিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির পিতা গ্রামের মাঠে কাজ করছিল। সকাল ১০টার দিকে বাড়ি থেকে বাবার জন্য খাবার নিয়ে মাঠে যায় শিশুটি। পথিমধ্যে চাঁদপুর গ্রামের পাওয়ের মাঠে পৌছুলে একা পেয়ে শাকিল ধারালো অস্ত্র ঠেকায় শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে না বলতে হুমকি দেয়। অভিযুক্ত শাকিল এর হাত থেকে ছাড়া পেয়ে বাবাকে গিয়ে জানায় বিষয়টি। এক পর্যায়ে খবর ছড়িয়ে পড়ে গ্রামের মানুষের মধ্যে। দুপুরে স্থানীয়রা শাকিলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। একই সাথে শিশুটির স্বাস্থ পরিক্ষা ও চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে।
গাংনী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা সমাজকর্মী অভিজিৎ সাহা জানান, চাদঁপুর গ্রামে শিশু ধর্ষনের শিকার হয়েছে এমন খবর পেয়ে আমরা হাসপাতালে যায় এবং সমাজসেবার পক্ষ থেকে ভুক্তভোগী শিশুর যাবতীয় চিকিৎসাসহ আইনি সকল প্রকার সহযোগীতা করা হবে।
গাংনী থানা অফিসার ইনর্চাজ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে একই সাথে শিশুটির চিকিৎসা এবং ডাক্তারি পরীক্ষা করানোর প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *