স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে ভারত হতে ১৪ বাংলাদেশীকে পুশব্যাক করেছে বিএসএফ। গতকাল রবিবার পৃথক ৩টি সীমান্ত দিয়ে ১৪ জন বাংলাদেশী নারী-পুরুষকে জোর করে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এছাড়াও ইয়াবা, ভারতীয় মদ, ক্যালসিয়াম ঔষধ উদ্ধার করা হয়। তবে কোন মাদক পাচারকারীকে বিজিবি আটক করতে পারেনি।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম গতকাল গভীর রাতে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/২৯-আর হতে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের মাঠের মধ্যে হতে নায়েক অখিল হাজরা এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় ৭ জন বাংলাদেশীকে আটক করা হয়। এদের মধ্যে ৩ পুরুষ, ৩ নারী ও ১ জন শিশু রয়েছে। বিএসএফ উক্ত ৭ বাংলাদেশীকে জোর করে বাংলাদেশে ঠেলে পালিয়েছে। আটক পুরুষ সদস্যরা হলো শফিকুল ইসলাম (৪৫), আশরাফুল ইসলাম (২৮) ও মিন্টু গাজী (৪০) । এরা যশোর ও সাতক্ষীরা জেলার বাসিন্দা। একই সময়ে পলিয়ানপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/২৬-আর হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিরবেড় গ্রামে নায়েব সুবেদার মোঃ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় ৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশু। আটক পুরুষের নাম আব্দুল্লাহ আল মামুন। বাড়ি সাতক্ষীরা জেলায়। বিএসএফ উক্ত ব্যক্তিদের ধরে এনে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিয়েছে। এদিকে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৪-আর হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রফিকুল ইসলামের মালটা বাগানে হাবিলদার আঃ বারেক হাওলাদার এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে আগমনকালে ৩ জনকে আটক করা হয়। এদের ২ জন পুরুষ ও ১ জন নারী। আটক পুরুষ সদস্যরা হলো সবুজ দাস (৮২) ও সহিদুল মৃধা। এরা চগ্রগ্রাম ও পটুয়াখালীর জেলার বাসিন্দা।

অপরদিকে শনিবার রাত ২টার দিকে মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬২/৯-এস হতে ৩.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে করতোয়া মাধ্যমিক স্কুলের পাশে হাবিলদার মোঃ ইসলাম আলী এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩ হাজার ৩৬০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন রাত ১০টার দিকে উথুলী বিওপি’র সীমান্ত পিলার-৭১/১-এস হতে ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তর সন্তোষপুর পশ্চিমপাড়া গ্রামে হাবিলদার মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জীবননগর বিওপি’র সীমান্ত পিলার-৬৪/এমপি হতে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া বাজারের জাকা মোল্লার ইটের ভাটা পাশে সুবেদার মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১ হাজার ৭৯০পিচ ভারতীয় ঔষধ (ঝঢ়ধহরঁস পধষপরঁস ঃধনষবঃ) উদ্ধার করা হয়।) উদ্ধার করা হয়।