রাষ্ট্রীয় মনোগ্রাম প্রনেতা এন এন সাহার মেজো ছেলের পরলোক গমন

স্টাফ রিপোর্টার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় ও মুজিবনগর সরকারের মনোগ্রাম প্রণেতা, বিশিষ্ট ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এন এন সাহা ও বিমলা বালা সাহার মেজো পুত্র ও বিশিষ্ট ব্যবসায়ী মনোজ কুমার সাহা গত ৬জুন পরলোক গমন করেছেন। রাত সাড়ে তিনটায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।শারিরিক অবস্থা অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজে তাকে রেফার্ড করে। রাজশাহীতে নেওয়ার পথে মনোজ কুমার সাহা পরলোক গমন করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা ও এক সন্তানসহ নাতি নাতনী রেখে গেছেন। চুয়াডাঙ্গ মহাশ্মশান ঘাটে মরদেহ সৎকার্য সম্পন্ন করা হয়। মনোজ কুমার সাহা বিশিষ্ট সাংবাদিক ও ছড়াকার চিত্তরঞ্জন সাহা চিতুর মেজো ভাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *