জীবননগর অফিস
জীবননগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগ বিভিন্ন প্রকারের এক হাজার ফলের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন গাছের চারা বিতরণের উদ্বোধন করে
প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী ৫০ হাজার গাছের চারা বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে জীবননগর উপজেলা ও পৌর জামায়াত এক হাজারটি গাছের চারা বিতরণ করবে। আপনারা খেয়াল করে দেখেছেন, জামায়াতে ইসলামী তথাকথিত রাজনৈতিক প্রোগাম নিয়েই শুধু মাঠে থাকে না। মানুষের কীভাবে কল্যাণ হবে সেটা বিবেচনা করেই জামায়াত কর্মসূচি দেয়।
তিনি আরও বলেন, আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। আষাঢ় মাসে বৃষ্টি নেই, শীতকালে শীত নেই, আবার গরমে প্রচণ্ড গরম। এই অবস্থায় এই পরিবেশকে বাসযোগ্য করার জন্য আমাদের প্রচুর পরিমাণ গাছ লাগানো উচিত। যদি আমরা গাছ বেশি বেশি লাগাই, নিজের আঙিনায় হোক, নিজের জমিতেই হোক, আবাসস্থলেই হোক, তাহলে পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ তৈরি করে যেতে পারব। আমরা গাছ কাটব, এতে কোনো সমস্যা নাই, তবে একটি গাছ কাটলে ১০টি গাছ লাগাতে হবে। আমি পরবর্তী প্রজন্মের জন্য জেলাটি বসবাসযোগ্য করে তুলব। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই নীতিকে সামনে নিয়ে, এই পরিবেশটাকে রক্ষা করার জন্য, আজকে গাছের চারা বিতরণ করছে।
চারা বিতরণকালে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, জীবননগর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল খালেক, জীবননগর উপজেলার সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর, প্রচার সম্পাদক সুজাউল হক জিহাদ, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, উপজেলা যুব সেক্রেটারি জাহিদুল ইসলাম, পৌর সভাপতি আরিফ হোসেন, জামায়াত নেতা হাফেজ হাসানুজ্জামান প্রমুখ।
জীবননগরে জামায়াত ইসলামীর উদ্যোগে গাছের চারা বিতরণকালে অ্যাড. রুহুল আমিন
