আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেলগাছী ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে আলমডাঙ্গা উপজেলার কেদারনগর প্রাইমারি স্কুল মাঠে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের যুবকদের অংশগ্রহণে এ খেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা। যুব সমাজের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, “সমাজ থেকে মাদক, নেশা ও অপসংস্কৃতি দূর করতে হলে যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুব সমাজকেই ভালো কাজের মাধ্যমে দেশ ও জাতি গঠনে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলগাছী ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিন। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের যুব প্রচার ও তথ্য বিষয়ক সম্পাদক ওমর ফারুক জনি, অফিস ও কৃষি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মজনু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হাসানুল কবিরসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
খেলার মাঠজুড়ে ছিলো উৎসবমুখর পরিবেশ। স্থানীয় যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।