সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৬ জুন) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন এবং বিভিন্ন ফেসবুক পেজ থেকে একযোগে সম্প্রচার করা হবে।

প্রধান উপদেষ্টা তার ভাষণে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাবেন। এছাড়া চলমান সংস্কার কার্যক্রম, গণহত্যার বিচার, আগামী নির্বাচন ইস্যুতে তিনি কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আগামীকাল মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে এরই মধ্যে ঢাকা ছেড়েছেন ঘরমুখী মানুষ। ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সারা দেশে টহল জোরদার করেছে সেনাবাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *