জীবননগর অফিস
জীবননগর উপজেলার শিয়ালমারি সাপ্তাহিক পশুর হাট পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জহিরুল ইসলাম ও পুলিশ সুপার (এসপি) খন্দকার গোলাম মওলা। আজ বৃহস্পিতবার দুপুর ১২টার দিকে তারা হাট পরিদর্শনে এসে ঘুরে দেখেন এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।
এ সময় ডিসি মোহাম্মদ জহিরুল ইসলাম ক্রেতা-বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, হাটে জাল টাকা শনাক্তের জন্য মেশিন রয়েছে। কারও যদি টাকা দেখে সন্দেহ হলে এখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে অথবা হাটে যারা দায়িত্ব রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর যদি নিরাপত্তা হীনতায় ভোগেন, আমাদের পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা অ্যালাট আছেন, তাদের সহযোগিতা নেবেন। যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। কোনো গরুর সমস্যা হলে হাটে দায়িত্বরত পশু চিকিৎসকদের সহযোগিতা নিবেন।
এ সময় পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, কেউ কিছু দিলে খাবেন না। অজ্ঞান পার্টির বিষয়ে সতর্ক থাকবেন। বেশি টাকা হলে যদি বহন করতে নিরাপত্তা হীনতায় ভোগেন, তাহলে পুলিশের সহযোগিতা নেবেন।
এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস, পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন, হাটের ইজারাদার ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ।